কর আইন

  • আয়করের সংজ্ঞা। আয়করের বৈশিষ্ট ও নীতিমালাসমূহ

    আয়করের সংজ্ঞা

    ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ ১৬ ধারা বিশ্লেষণ করলে বলা যায়, আয়কর হল কোন ব্যক্তির আয়বর্ষ বা বর্ষসমূহের মোট আয়ের উপর নির্ধারিত কর।
    বিভিন্ন মামলা সিদ্ধান্তসমূহ অনুযায়ী আয়কর হলঃ
    ১. অর্থ্যাৎ আয়কর হল আয়ের উপর একটি কর
    ২. অর্থ্যাৎ আয়কর হল আয়ের উপর একটি কর যা অন্য কিছুর উপর নয়, এটা একটি একক কর ভিন্ন ভিন্ন করের সমষ্টি নয়
    ৩. আয়কর ব্যাস্টিবোধক কর এবং ভিন্ন ভিন্ন উৎসের আয়ের উপর পৃথক পৃথক ধার্যকৃত করের সমষ্টি নয়। আয়কর একটি পূর্ণাঙ্গ কর নির্ধারণকে বুঝায় এবং ভিন্ন ভিন্ন গ্রুপের আয়ের উপর কর নির্ধারণকে বুঝায় না।

    আয়করের বৈশিষ্ট ও নীতিমালাসমূহ

    ১) মুনাফা জাতীয় আয়
    ২) প্রত্যক্ষ আয়
    ৩) একক কর
    ৪) বার্ষক কর
    ৫) আয়করের ভিত্তি
    ৬) আয়বর্ষ ও করবর্ষ
    ৭) সামর্থর নীতি
    ৮) সারচার্জ
    ৯) আয়বর্ষ কর ধার্যকরণ
    ১০) তৃতীয় তফসিলের করহার
    ১১) সরকারকে প্রদত্ত
    ১২) করহার