SLL:44) করদাতা বা Assessee কে? করদাতার শ্রেণীবিভাগ বা (Classifications of Assessee)-এর আলোচনা।

করদাতার সংজ্ঞা বা Definition of Assessee:


১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশে ২(৭) ধারায় বলা হয়েছে যে, Assessee বা করদাতা হলো এমন একজন ব্যক্তি যিনি এ অধ্যাদেশের আওতায় কর বা অন্য কোন অর্থ প্রদান করতে বাধ্য থাকে।
নিম্নলিখিত ব্যক্তিবর্গকেও করদাতার অন্তর্ভূক্ত করা হয়েছেঃ
1. যে ব্যক্তি আয়কর আইনানুযায়ী ব্যক্তিগত বা নিজস্ব আয় আইনগতভাবে অন্য কোন ব্যক্তির আয়ের জন্য সুদ, জরিমানা বা আয়কর প্রদানে বাধ্য।
2. যে ব্যক্তি ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৭৫, ৮৯ বা ৯১ ধারানুসারে আয়ের বিবরণী দাখিল করতে পারেন।
3. এমন ব্যক্তি যিনি কর প্রদানের জন্য নিজরে থেকেই আয়ের বিবরণী দাখিল করেন বা দাখিল করতে ইচ্ছুক।
4. আইন অনুযায়ী যেসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্হা গ্রহণ করা হয়েছে।

Sha Mahamud Vs Commissioner of Income Tax মামলার রায়ে বলা হয়েছে, যে ব্যক্তি আয়কর আইনের আওতায় কর বা অন্য কোন অর্থ পরিশোধে বাধ্য থাকে অথবা এ সংক্রান্ত বিষয়ে সে ব্যক্তির বিরুদ্ধে আয়কর আইনের অধীনে কোন ব্যবস্হা নেওয়া হয়েছে বা ব্যবস্হা নেওয়া যেতে পারে তাকে করদাতা বা Assessee বলে।

করদাতার শ্রেণীবিভাগ বা (Classifications of Assessee)


আয়কর অধ্যাদেশ আইন অনুযায়ী করদাতাকে ২ ভাগে বিভক্ত করা যায়ঃ
1. ব্যক্তি হিসাবে করদাতা
2. আবাসিক মর্যাদার ভিত্তিতে করদাতা

১. ব্যক্তি হিসাবে করদাতাঃ ২(৪৬) ধারা অনুযায়ী ব্যক্তি করদাতাকে আবার কয়েক শ্রেণীতে বিভক্ত করা যায়ঃ
ক) একক ব্যক্তি
খ) অংশীদারী কারবার
গ) ব্যক্তি সংঘ
ঘ) অবিভক্ত হিন্দু পরবিার
ঙ) একক ট্রাস্ট
চ) একক ফান্ড
ছ) স্হানীয় কর্তৃপক্ষ
জ) কোম্পানী
ঝ) বিধিবদ্ধ কৃত্রিম ব্যক্তি

২. আবাসিক মর্যাদার ভিত্তিতে করদাতাঃ আবাসিক মর্যাদার ভিত্তিতে করদাতাকে ২ শ্রেণীতে ভাগ করা যায়-
ক) বাসিন্দা বা নিবাসী করদাতা
খ) অনিবাসী বা অবাসিন্দা করদাতা
**অবাসন্দিা বাংলাদেশী
**অবাসন্দিা বিদেশী

Go to home page