SLL: 20 জনসাধারণ কতিপয় যে সব অপরাধ সম্পর্ক ম্যাজিষ্ট্রেট অথবা পুলিশকে সংবাদ দিবেন

জনসাধারণ কতিপয় যে সব অপরাধ সম্পর্ক ম্যাজিষ্ট্রেট অথবা পুলিশকে সংবাদ দিবেন সে সম্পর্কে ফৌজদারি কার্যবিধি ধারা ৪৪ নং যা বলা হয়েছে:
(১) কোন লোক দণ্ডবিধির ১২১, ১২১ক, ১২২, ১২৩, ১২৪, ১২৪ক. ১২৫, ১২৬, ১৩০, ১৪৩, ১৪৪, ১৪৫, ১৪৭, ১৪৮, ৩০২, ৩০৩, ৩০৪, ৩৮২, ৩৯২, ৩৯৩, ৩৯৪ ৩৯৫, ৩৯৬, ৩৯৭, ৩৯৮, ৩৯৯, ৪০২, ৪৩৫, ৩৩৬, ৪৪৯, ৪৫০, ৪৫৬, ৪৫৭, ৪৫৮, ৪৫৯ এবং ৪৬০ ধারার অধীনে শাস্তিযোগ্য কোন অপরাধ করেছে অথবা করার সংকল্প করেছে বলে জানতে পারলে প্রত্যেকটি লোক, যুক্তিসংগত কারণ না থাকলে এবং এরূপ যুক্তিসংগত কারণের অস্তিত্ব প্রমাণ করার দায়িত্ব তার। অবিলম্বে নিকটতম ম্যাজিষ্ট্রেট অথবা পুলিশ অফিসারকে এরূপ অপরাধ করার অথবা অপরাধ করার মতলবের কথা জানাবেন।
(২) এই ধারার উদ্দেশ্যে “অপরাধ" বলতে বাংলাদেশের বাইরে কোন স্থানে কৃত কোন কাজ যা বাংলাদেশে করা হলে অপরাধ বলে গণ্য হতো, তা বুঝাবে।

Go to home page