SLL: 22 প্রশ্ন: কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয়ে থাকে?

SR ACT 1877 এ ধারা নং 5 এ সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয় যেভাবে তা হলো নিম্নরূপ:
(ক) কোন সম্পত্তির দখল গ্রহণ এবং তা দাবীদারকে অর্পণের মাধ্যমে;
(খ) যা করার ব্যাপারে তার বাধ্যবাধকতা রয়েছে একটি পক্ষকে তেমন কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে;
(গ) যা না করার বিষয়ে তার বাধ্যবাধকতা রয়েছে, একটি পক্ষকে তেমন কাজ হতে বিরত থাকার মাধ্যমে;
(ঘ) ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ব্যতীত অন্য প্রকারে পক্ষ সমূহের অধিকার এবং ঘোষণার মাধ্যমে;
(ঙ) একজন রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়ােগের মাধ্যমে।

Go to home page