আমিনশীপ/ভূমি জরিপ

  • SLL: 53) ভূমি জরিপ বা Land Survey সম্পর্কিত ধারণা।

    ভূমি জরিপ বা Land Survey সংজ্ঞাঃ
    সাধারণভাবে বলা যায়, ভূমি জরিপ বা (Land Survey) হচ্ছে ভূমির মালিকানার বিবরণ ও নকশার সমন্বয় অর্থ্যাৎ ভূমির মালিকানা সম্বলিত ইতিহাসের সরেজমিন ইতিবৃত্ত।

    প্রামাণ্য সংজ্ঞাঃ
    The Survey Act, 1875 এর ধারা ২ অনুযায়ী সংশ্লিষ্ট বিধিমালা অনুসারে সরকারের জরিপ বিভাগ সরেজমিন জরিপ করে ভূমির মালিকানার যে বিবরণ ও নকশা তৈরী করে তাই ভূমি রেকর্ড বা ভূমি জরিপ বা Land Survey

    একটি ভূমির মালিক কে এবং তার সীমানা কতটুকু তা ভূমি জরিপের মাধ্যমে নকশা/ম্যাপ নির্ণয় করা হয়। এই নকশা ও ম্যাপ অনুসারে মালিকানা সম্পর্কিত তখ্য যেমন ভূমিটি কোন মৌজায় অবস্থিত, এর খতিয়ান নাম্বার, ভূমির দাগ নাম্বার, মালিক ও দখলদারের বিবরণ ইত্যাদি প্রকাশিত হয়, যাকে খতিয়ান বলে। রেকর্ড বা জরিপ প্রচলিতভাবে খতিয়ান বা স্বত্ত্বলিপি বা Record of Rights (RoR) নামেও পরিচিত। রেকর্ড বা জরিপের ভিত্তিতে ভূমি মালিকানা সম্বলিত বিবরণ খতিয়ান হিসেবে পরিচিত, যেমন CS খতিয়ান, RS খতিয়ান, ইত্যাদি।