SLL: 05 চুক্তিতে আইনের বিধান অনুযায়ী কোন নাবালক চুক্তি কারবারে অধিকারী কি না? কোন সম্মতিকে আইন দ্বারা বলবত করে চুক্তিতে পরিণত করতে হলে কি কি শর্তসমূহ থাকতে হবে?

চুক্তিতে আইনের বিধান অনুযায়ী কোন নাবালকের চুক্তি:
১৮৭২ সালের চুক্তি আইনের বিধান অনুযায়ী নাবালক, দেউলিয়া, পাগল বা জড় বুদ্ধি সম্পন্ন ব্যক্তি কোন সম্মতি প্রদান বা চুক্তিতে আবদ্ধ হতে পারে না। সম্মতিকে আইন দ্বারা বলবত করে চুক্তিতে পরিণত করতে শর্তসমূহ:
(১) প্রস্তাব বা স্বীকৃতি
(২) আইনগত সম্পর্ক
(৩) আইনসঙ্গত প্রতিদান
(৪) চুক্তি সম্পাদনের যোগ্যতা
(৫) স্বাধীন সম্মতি
(৬) বৈধ উদ্দেশ্য
(৭) নিশ্চয়তা
(৮) চুক্তি পালনের সম্ভাব্যতা
(৯) প্রচলিত আইনে নিষিদ্ধ নয়

Go to home page