SLL:51) ইনকাম কত টাকা হলে কত টাকা কর দিতে হবে অর্থাৎ করের হার নিম্নরূপ ভাবে হিসাব করা হয়ে থাকে।

উত্তর:
i) করমুক্ত সীমা পরবর্তী ১.০০ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের উপর কর দিতে হবে ৫% হারে (শর্ত প্রযোজ্য);
ii) করমুক্ত সীমা পরবর্তী ৩.০০ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের উপর কর দিতে হবে ১০% হারে।
iii) পরবর্তী ৫.০০ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের উপর কর দিতে হবে ১৫% হারে;
iv) পরবর্তী ৬.০০ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের উপর কর দিতে হবে ২০% হারে;
v) পরবর্তী ৩০.০০ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের উপর কর দিতে হবে ২৫% হারে; এবং
vi) অবশিষ্ট আয়ের উপর কর দিতে হবে ৩০% হারে।

ধরা যাক, আপনি একজন ত্রিশ বছর বয়সী পুরুষ এবং আপনার করযোগ্য আয় ৫৬ লক্ষ টাকা, তাহলে-
ক) ১ম ৩ লক্ষ টাকার উপর কর দিতে হবে না;
খ) পরবর্তী ১.০০ লক্ষ টাকার উপর কর দিতে হবে ৫% হারে ৫,০০০ টাকা;
গ) পরবর্তী ৩.০০ লক্ষ টাকার উপর কর দিতে হবে ১০% হারে ৩০,০০০ টাকা;
ঘ) পরবর্তী ৫.০০ লক্ষ টাকার উপর কর দিতে হবে ১৫% হারে ৭৫,০০০ টাকা;
ঙ) পরবর্তী ৬.০০ লক্ষ টাকার উপর কর দিতে হবে ২০% হারে ১,২০,০০০ টাকা;
চ) পরবর্তী ৩০.০০ লক্ষ টাকার উপর কর দিতে হবে ২৫% হারে ৭,৫০,০০০ টাকা; এবং
ছ) অবশিষ্ট ৮.৫০ লক্ষ টাকা (৫৬ লক্ষ – ২.৫০ লক্ষ – ৪ লক্ষ – ৫ লক্ষ – ৬ লক্ষ – ৩০ লক্ষ) আয়ের উপর কর দিতে হবে ৩০% হারে ২,৫৫,০০০ টাকা। অর্থাৎ ৫৬ লক্ষ টাকা করযোগ্য আয়ের বিপরীতে আপনাকে আয়কর দিতে হবে মোট ১২.৩৫ লক্ষ টাকা (যদি আপনি কোন বিনিয়োগ করে না থাকেন)।

মোঃ আরিফুর রহমান প্রধান
এডভোকেট
জজ কোর্ট, ঢাকা।

Go to home page