SLL:27) জুডিশিয়াল সার্ভিস (BJS) ও সিভিল সার্ভিস (BCS) নিয়ে পাবলিক কনফিউশন নিরসন প্রসংগে...

আমরা যারা জুডিশিয়াল সার্ভিসের সাথে আছি বা যারা আইনের ছাত্র BJS ক্যাডার হওয়ার স্বপ্ন লালন করি তাদের প্রায়শই কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়।যেমন:

১.সহকারী জজ মানে কি জজের সহকারী?
২.জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, না বিচারিক হাকিম?
৩.এটি কি ধরনের, কোন ক্লাসের, কোন গ্রেডের চাকুরি?
৪.BCS বাদ দিয়ে BJS কেন টার্গেট, BJS সেটা আবার কি?

- ইত্যাদি ইত্যাদি নানা ধরনের প্রশ্ন।দুঃখজনক ব্যাপার হচ্ছে অনেক উচ্চ-শিক্ষিতদেরও কর্তৃক এধরনের প্রশ্ন অবাক করে দেয়।যাইহোক এইবার আসি মূল আলোচনায়।
১৯৯৯ সালের দেওয়ানি আপীল নং ৭৯ মামলার রায়ে(ঐতিহাসিক মাজদার হোসেন মামলা)আপীল বিভাগ কর্তৃক প্রদত্ত নির্দেশনা কার্যকর করার লক্ষ্যে সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন রুলস ২০০৭ এর অধীনে জুডিশিয়াল সার্ভিস কমিশন (JSC) গঠন করে। এ কমিশন গঠিত হওয়ার আগে পাবলিক সার্ভিস কমিশনের(PSC) সুপারিশের ভিত্তিতে বিচার বিভাগের লোকদের চাকুরিতে নিয়োগ করা হতো।সংবিধানের ১৩৭ অনুচ্ছেদ অনুযায়ী এক বা একাধিক কমিশন থাকতে পারে। (JSC)-ও একটি (PSC) এর মত কমিশন। PSC যেমন BCS এক্সাম নেয়, তেমন JSC নেয় BJS এক্সাম এবং সহকারী জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দের নিয়োগের জন্য সুপারিশ করে। JSC কর্তৃক গৃহীত BJS এক্সামেও ১০০ মার্কের প্রিলিমিনারি +১০০০ মার্কের ১০টি লিখিত + ১০০ মার্কের ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়েই তবে সহকারী জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে সুপারিশকৃত হওয়া যায়। উল্লেখ্য যে,২০০৭ সালে বিচার বিভাগ আলাদা হওয়ার পূর্বে (PSC) কর্তৃক গৃহীত BCS এক্সামের ম্যাধমে জুডিশিয়াল ক্যাডার হিসেবে এই পদে সুপারিশ করা হত। সংবিধানের ১১৫ এবং ১৩৩ অনুচ্ছেদে বিধৃত অন্যান্য দায়িত্ব সম্পন্ন করাও এই (JSC) এর কাজ। জুডিশিয়াল সার্ভিসের অফিসাররা(সহকারী জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) একজন প্রথম শ্রেনীর গেজেটেড অফিসার। BCS এডমিন ক্যাডাররা যেমন সহকারী কমিশনার/এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঠিক তেমনই BJS জুডিশিয়াল ক্যাডাররা সহকারী জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সহকারী জজ এটি পদের নাম, এর অর্থ জজের সহকারী নয়।সহকারী জজ একটি আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক।সহকারী জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা "বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ ২০১৬" অনুযায়ী ৬ষ্ঠ গ্রেডে বেতন পান। অর্থাৎ অন্যান্য ক্যাডারদের অপেক্ষা কয়েক হাজার টাকা বেশি বেতন পান জুডিশিয়াল ক্যাডাররা। মাজদার হোসেন মামলার রায় অনুযায়ী বিচারিক কর্মকর্তারাও পাবলিক সার্ভেন্ট তবে তারা এক্সিকিউটিভ হতে আলাদা।

এইবার আসি ম্যাজিস্ট্রেট না হাকিম বিষয়ক প্রশ্নে...
ম্যাজিস্ট্রেট শব্দটি এসেছে The Code of Criminal Procedure 1898 হতে।এই কোডের ধারা: ৬(২) অনুসারে ম্যাজিস্ট্রেট দুই প্রকার

১.জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
২.এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এই কোডের মুষ্টিমেয় কয়েকটি ধারাতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর ক্ষমতা ও কাজ বর্ণিত আছে।তাছাড়া পুরা কোডেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কাজের বিষয়ে বলা আছে।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের কাজ জনগণের সাথে মাঠ পর্যায়ে তাই সমাজে ম্যাজিস্ট্রেট হিসেবে তারাই বেশি পরিচিত। কিন্তু কোড বলেছে অন্য কথা:
(Without any qualifying word, to a Magistrate, shall be construed as a reference to a Judicial Magistrate) "কোন বিশিষ্টার্থক শব্দ ছাড়া অর্থাৎ শব্দের অাগে পিছে কোন বিশেষণ যোগ করা ছাড়া শুধু 'ম্যাজিস্ট্রেট' বলতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে বুঝাবে।" Section - 4A. (1) (a) THE CODE OF CRIMINAL PROCEDURE, 1898, (ACT NO. V OF 1898).

আমরা ম্যাজিস্ট্রেট না হাকিম?
অভিধান অনুযায়ী ম্যাজিস্ট্রেট এর বাংলা হাকিম।কিন্তু আইনের পাঠ মতে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলতে বোঝায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলতে বোঝায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ।আইনে ব্যবহৃত শব্দে Judicial Magistrate এর বাংলাও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটই আছে ।The code of criminal procedure 1898(ফৌজদারি কার্যবিধি-১৮৯৮)-এর বাংলা ভার্সনেও কোথাও ম্যাজিস্ট্রেট এর বদলে হাকিম শব্দ ব্যাবহার করা নেই।এমনকি বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ-১১৫ তেও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতার কথা বলেছে অর্থাৎ সেখানেও বাংলা পাঠে বিচারিক হাকিম শব্দ ব্যাবহার হয় নি,Magistrate এর বাংলা ম্যাজিস্ট্রেট হিসেবেই ব্যাবহার করা হয়েছে।মূলত, মিডিয়ায় "বিচারিক হাকিম" শব্দটি ব্যবহারের ম্যাধমে এটি এইভাবে পরিচিত হয়েছে।মিডিয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শব্দ ঠিকই ব্যাবহার করে,কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর বেলায় বাংলা অভিধান খুজে।মিডিয়ার এই শব্দ ব্যবহার অবিলম্বে বন্ধ করা উচিত। নিয়োগপ্রাপ্ত হওয়ার পর একজন জুডিশিয়াল অফিসার যখন একটি দেওয়ানি আদালতের(জমি,বিয়ে,অর্থ সংক্রান্ত মামলা)বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তখন তাকে বলা হয় সহকারী জজ।এবং একজন অফিসার যখন ফৌজিদারী আদালতের(ক্রিমিনাল মামলা সংক্রান্ত) দায়িত্বে থাকেন তখন তাকে বলা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

@@@@@@@@@@@@@@@@@@@@
মতিউর রহমান
সহকারী জজ
রংপুর জেলা ও দায়রা জজ আদালত, রংপুর।
১২তম বিজেএস,
মেধাক্রম :১১তম

Go to home page