SLL: 15 প্রশ্ন: দেওয়ানী মামলায় কাহারো বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার সমন জারি হলে, আদালতে হাজির না হলে কি ধরনের দণ্ড হতে পারে?

বাংলাদেশের দেওয়ানী কার্যবিধি ৩২ নং ধারা মোতাবেক যার প্রতি ৩০ ধারা অনুসারে সমন দেয়া হয়েছে, সে ব্যক্তি আদালতে হাজির না হলে তার দন্ড হলো, আদালত তাকে হাজির হতে বাধ্য করতে পারেন এবং এই উদ্দেশ্যে-
ক) গ্রেফতারী পরোয়ানা জারী করতে পারেন;
খ) তার সম্পত্তি ক্রোক ও বিক্রয় করতে পারেন;
গ) তাকে অনধিক ৫০০ টাকা জরিমানা করতে পারেন;
ঘ) তার হাজিরার জন্য তাকে জামানত দেয়ার আদেশ দিতে পারেন; এবং জামানত না দিলে তাকে দেওয়ানী কারাগারে প্রেরণ করতে পারেন।

Go to home page