SLL: 11 বাংলাদেশ দন্ডবিধিতে অপারাধের সাজা সমূহ কি কি?

বাংলাদেশ দন্ডবিধিতে অপারাধের সাজা সমূহ ধারা ৫৩ তে বলা আছে। এই ধারায় উল্লেখিত বিধির বিধানসমূহের বলে অপরাধীরা যে সকল দন্ডে সাজাপ্রাপ্ত হবে, সে সকল সাজা হচ্ছে-
১ম. মৃত্যু দন্ড।
২য়. যাবতজীবন কারাদন্ড।
৩য়. বাতিল।
৪র্থ. কারাদন্ড, যা দুই প্রকারের হতে পারে, যথা-
(১) সশ্রম বা কঠোর শ্রমসহ
(২) বিনাশ্রম।
৫ম. সম্পত্তির বাজেয়াপ্তি।
৬ষ্ঠ. অর্থদন্ড।

Go to home page