SLL: 03 হুলিয়া (Proclamation) কাকে বলে ?

পলাতক আসামিকে গ্রেপ্তার করার জন্য তার চেহারার বর্ণনাসহ বিজ্ঞাপন জারি। আদালত যাহার বিরুদ্ধে পরোয়ানা প্রদান করেছে সেই ব্যক্তি পলাতক হয়েছে ,অথবা পরোয়ানা কার্যকর না হইতে পারে সেই জন্য আত্মগোপন করিতেছে ,তাহা হইলে উক্ত আদালত উক্ত ব্যক্তিকে একটি নির্দিষ্ট স্থানে এবং আদেশ জারীর ৩০দিনের কম সময় নহে এমন নির্দিষ্ট সময়ে হাজির হইবার নির্দেশ দিয়া একটি লিখিত আদেশ জারীকে 'হুলিয়া' বলে।

Go to home page