SLL: 302) দেওয়ানী মোকদ্দমা রুজু বা দায়ের করা থেকে শুরু করে চূড়ান্ত শুনানি পর্যন্ত যে সব ধাপ বা পর্যায় রয়েছে তা কি কি?

মামলা দায়ের করা থেকে শুরু করে মামলার চূড়ান্ত শুনানি পর্যন্ত যে সকল পর্যায় রয়েছে তা দেওয়ানী কার্যবিধির বিভিন্ন ধারা ও বিভিন্ন আদেশ বিশ্লেষণ করলে পাওয়া যায়। ধাপ বা পর্যায় গুলো নিম্নরুপভাবে হয়ে থাকে-

মামলা শুরু থেকে মামলার চূড়ান্ত শুনানি পর্যন্ত ধাপসমূহঃ
১ম ধাপঃ মামলা বা মোকদ্দমা দায়ের করা।
২য় ধাপঃ আদালতের মাধ্যমে সমন জারি করা।
৩য় ধাপঃ বিবাদীর লিখিত জবাব।
৪র্থ ধাপঃ বিচার্য বিষয় নির্ধারণ করা।
৫ম ধাপঃ শুনানি এবং সাক্ষ্য গুহণ।
৬ ষ্ঠ ধাপঃ রায় ঘোষণা।
৭ম ধাপঃ ডিক্রি প্রদান।

হোমপেজ