SLL: 301) দেওয়ানী আদালাত (Civil Court) কাকে বলে? হাইকোর্ট বিভাগের অধস্তন দেওয়ানী আদালাত কত ধরণের হয়ে থাকে?

দেওয়ানী আদালাত (Civil Court) :

=> দেওয়ানী প্রকৃতির মোকদ্দমা দায়ের করা হয় যে আদালতে তাকে দেওয়ানী আদালাত বলে।
=> মূলত স্থাবর-অস্থাবর সম্পত্তির স্বত্ব, অধিকার, পদ-পদবী ইত্যাদি বিষয় নিয়ে যে আদালতে মোকদ্দমা দায়ের করা হয়ে থাকে তাকে দেওয়ানী আদালত বলে।
=> এ ছাড়াও চুক্তি, কপিরাইট, ট্রেডমার্ক, ট্রেডনেম, পেটেন্ট এবং ডিজাইন ইত্যাদি সমূহের মামলা দেওয়ানী আদালতে দায়ের করা হয়।

হাইকোর্ট বিভাগের অধস্তন দেওয়ানী আদালাতসমূহের প্রকার :

The Civil Court (Amendment) Act. 2001 অনুযায়ী- হাইকোর্ট বিভাগের অধস্তন দেওয়ানী আদালাত ৫ ধরণের হয়ে থাকে।
যথা-
১. জেলা জজ আদালত
২. অতিরিক্ত জেলা জজ আদালত,
৩. যুগ্ম জেলা জজ আদালত,
৪. সিনিয়র সহকারি জজ আদালত
৫. সহকারি জজ আদালত

হোমপেজ