SLL: 202) বেআইনি সমাবেশ কাকে বলে? কোন অবস্থায় একটি সমাবেশকে বেআইনি সমাবেশ বলে গণ্য করা হয়।

বেআইনি সমাবেশ (Unlawful Assembly):

বেআইনি সমাবেশ সম্পর্কে দন্ডবিধির ১৪১ নং ধারায় সংজ্ঞা দেওয়া হয়েছে। উক্ত ধারায় বলা হয়েছে যে, যখন ৫ জন বা তার অধিক ব্যক্তির সমাবেশ ঘটে এবং নিচে উল্লিখিত অপরাধ করার একটি সাধারণ অভিপ্রায় থাকে-
১. সরকার বা জাতীয় পরিষদ বা কোনো সরকারি কর্মকর্তাদিগকে তার আইন অনুযায়ি ক্ষমতা প্রদর্শনকালে অপরাধমূলক বলপ্রয়োগের মাধ্যমে ভীতি প্রদর্শন করলে
২. অথবা, আইন অনুযায়ি কার্য সম্পাদনে ব্যাঘাত সৃষ্টি করলে,
৩. অথবা, অপরাধমূলক অনধিকার প্রবেশ করলে,
৪. অথবা, অপরাধমূলকভাবে কোন সম্পত্তি দখল, বা ব্যক্তির রাস্তার অধিকার বা পানির ব্যবহার অধিকার বা অন্য কোন অধিকার থেকে বঞ্চিত করলে।
৫. অথবা, কোন ব্যক্তিকে এমন কোন কাজ করতে বাধ্য করা যা করতে সে বাধ্য নয় বা কোন কাজ করা থেকে বিরত রাখা যা করতে ব্যক্তি বাধ্য ছিল।

হোমপেজ