SLL:201) খুনের ধারা কত? কোন কোন অবস্থায় আঘাতটি খুন বলে গণ্য হবে?

খুন (Murder):

দন্ডবিধির ৩০০ ধারায় খুনের সংজ্ঞা দেয়া হয়েছে। যেখানে ৩০২ ধারায় আবার খুনের শাস্তির বিধান ও রাখা হয়েছে। এই ধারা অনুসারে কতিপয় ব্যতিক্রম ছাড়া অপরাধমূলক নরহত্যা খুন বলে গণ্য হবে যদি মৃত্যু সংঘটনকারী কার্যটি নিম্নোক্তভাবে করে থাকে-

ক) মৃত্যু ঘটানোর উদ্দেশ্যেই তা করা হয়েছে।
খ) অপরাধীর জানা আছে যে, এমন আঘাতের জন্য আঘাতপ্রাপ্ত ব্যক্তির মৃত্যূ হতে পারে।
গ) আঘাতটি স্বাভাবিকভাবেই মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট।
ঘ) অপরাধীর জানা যে, কাজটি এমনই বিপজ্জনক যে, এর দ্বারা সম্ভবত মৃত্যু ঘটবে কিংবা এর ফলে এমন শারীরিক জখম হবে যার মাধ্যমে মৃত্যু হতে পারে।

হোমপেজ