SLL:47) TIN (Tax Payer Identification Number) কি? TIN খোলার নিয়ম কি? TIN কোথায় খুলতে হয়?
করদাতার সনাক্তকরণ নম্বর বা (Assessee Identification Number)
TIN বা Tax Payer Identification Number হল বার ডিজিটের একটি নম্বর যেটা দ্বারা করদাতাকে সনাক্ত করা হয়ে থাকে। বাংলাদেশ কর প্রশাসন অধিকতর দক্ষ ও কার্যকরী করার লক্ষ্যে অর্থ আইন,
১৯৯৩ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশের ১৮৪(B) নতুন ধারা সংযোজন পূর্বক করদাতার জন্য জাতীয়ভাবে সনাক্তকরণ নম্বর প্রবর্তন করা হয় এবং তা ১লা জুলাই ১৯৯৪ হতে কার্যকর করা হয়।
TIN নম্বর খোলার নিয়মঃ
আগে TIN খোলার জন্য একটা ফরম পূরণ করে কর সার্কেলে জমা দিতে হত।এখন ফরম পূরণ করে সার্কেলে জমা দেওয়ার পরিবর্তে eTIN পদ্ধতি এর মাধ্যমে নিজেও সরাসরি Registration পূর্বক টিআইএন খুলতে পারে।
TIN নম্বর কোথায় খুলতে হয়ঃ
TIN নম্বর খোলার জন্য সরকারি ওয়েবসাইট etaxnbr.gov.bd এই ঠিকানায় যেয়ে eTIN এ ক্লিক করে Registration এর মাধ্যমে TIN খুলতে পারে।
সরাসরি TIN খোলার লিংক- https://secure.incometax.gov.bd/Registration/Index
Go to home page